বিমানে ঝড়ের কবলে তাসরিফ খান!

 অনলাইন ডেস্ক    ৩০ মার্চ, ২০২৪ ১০:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকায় ফেরার সময় মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েন গায়ক তাসরিফ খানসহ বিমানে থাকা যাত্রীরা। শুক্রবার (২৯ মার্চ) রাতে এ দুর্ঘটনার পর তাসরিফ খান নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।

পোস্ট তিনি জানান, পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকা ফেরার সময় ঝড়ের কবলে পড়ে রাত ৯টার নভো এয়ারের একটি ফ্লাইট।

তাসরিফ খানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- প্লেনে বিশাল বড় ঝড়ের কবলে পড়েছিলাম আজ! পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকা ফেরার সময় নভোএয়ারের রাত ৯টার ফ্লাইটে আমরা ঝড়ের কবলে পরি। মাত্র ৪-৫ সেকেন্ডে প্লেনটা বড় দুইটা ঝাঁকি খেয়ে ৪৫০০ ফিট নিচে নেমে যায়। যাত্রীরা অনেকেই কান্না কাটি করেছে এবং অনেকেই কালিমা পাঠ করেছে কেউ কেউ সুরা পাঠ করছিল। আল্লাহর দয়া এবং পাইলটের দক্ষতার কারণে শেষ রক্ষা হয়েছে।

প্লেনে যারা চলাচল করেন, দয়া করে আবহাওয়ার আপডেট চেক করে ফ্লাইট সিলেক্ট করবেন। দুর্বল হার্টের মানুষ কেউ প্লেনে থাকলে আজকে অনেক বড় বিপদ হতে পারতো। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক!

সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ কণ্ঠশিল্পী তাসরিফ খান। এ ছাড়া ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়।

পরে মানবিক মানুষদের সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন তাসরিফ।

অনলাইন ডেস্ক