সংসদ সদস্য হলে যেসব কাজ করতে চান মাহি

 অনলাইন ডেস্ক    ১৯ নভেম্বার, ২০২৩ ১৩:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারের ১১ বছরে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। চলচ্চিত্রের নানা অলিগলি পেরিয়ে বর্তমানে সক্রিয় হয়েছেন রাজনীতির মাঠে।

এখন পর্দার চেয়ে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশেই বেশি দেখা যায় তাকে। আর মাত্র কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এবার আসন্ন নির্বাচনে অংশ নেবেন তিনি।

ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহি।

শনিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাহি। তিনি বলেন, সংসদ সদস্য হলে অসহায় নারীদের পাশে দাঁড়াব।

আরও পড়ুন: স্ট্যাটাসে কিসের ইঙ্গিত দিলেন পরীমণি!...

মাহিয়া মাহি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

সংসদ সদস্য হতে পারলে প্রথমে কৃষি কাজের ওপর ফোকাস করবেন জানিয়ে অভিনেত্রী বলেন, আওয়ামী লীগের আমলে সারা দেশে কৃষি কাজের ওপর ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার এই এলাকা কৃষিবান্ধব। তাই প্রথমে আমি এদিক টায় ফোকাস করব।

নারীদের কথা উল্লেখ করে মাহি বলেন, চাঁপাইনবাবগঞ্জের নারীদের নিয়ে আমার বড় পরিকল্পনা আছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তিনি নারী হিসেবে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, নারী নেতৃত্ব কী, কীভাবে নারীদের মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যেতে হয়। আমিও চাই, চাঁপাইনবাবগঞ্জের নারীরা যেন এগিয়ে যায়, সেটা নিয়ে কাজ করব।

অনলাইন ডেস্ক