ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়: তাসরিফ খান

 অনলাইন ডেস্ক    ১৫ জুলাই, ২০২৪ ১৭:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

শিক্ষার্থীদের ‘কোটা সংস্কারের আন্দোলনে’ যখন উত্তপ্ত গোটা দেশ তখন এ প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। রোববার ( ১৪ জুলাই) রাতে মুক্তিযোদ্ধা কোটা ও মেধাবীদের বিক্ষোভ প্রসঙ্গে তাসরিফ তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়।

তাসরিফ আরও লেখেন, এই নূন্যতম চাওয়াটুকু যদি না দেয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। এদিকে ৫ জুলাইও কোটা বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছিলেন তাসরিফ।

আরও পড়ুন: কোটা আন্দোলনে যাওয়ায় শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মার*ধরের অভিযোগ ...

ওই পোস্টে তিনি জানান, তার চাচা একজন মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্পূর্ণ সন্মান, কৃতজ্ঞতা এবং ভালোবাসা তার যেমন আছে। তেমনি সবারই আছে এবং তা আজীবনই থাকবে।

ওই পোস্টে তাসরিফ আরও জানান, মুক্তিযোদ্ধা কোটা সংস্কারে একমত পোষণ করছেন তাসরিফ। পাশাপাশি প্রতিবন্ধী এবং আদিবাসীদের প্রতিও সহনশীল অবস্থান রয়েছে তার।

অনলাইন ডেস্ক