নির্বাচনে হেরে মাহি বললেন, আমার অভ্যাস আছে

 অনলাইন ডেস্ক    ৯ জানুয়ারী, ২০২৪ ১৬:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই আসন থেকে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে হেরে গেছেন তিনি।

রাজশাহী-১ আসন থেকে মাহি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৯। এই আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট।

নির্বাচনে হেরে গিয়ে কিছুটা মন খারাপ হলেও অনেক কষ্টই মনে চেপে রেখেছেন এই নায়িকা। সেগুলো নিয়ে কথা বলতে চান না তিনি। নির্বাচন শেষে পরবর্তী পরিকল্পনার কথা জানালেন তিনি।

আরও পড়ুন: ভোট দিয়ে ফেরদৌস বললেন, আমি আজকে বিস্মিত হয়েছি...

গণমাধ্যমকে মাহি বলেন, আমি এখনো এই এলাকায় রয়েছি। অনেক কিছু নিয়ে কথা থাকলেও সেগুলো বলতে চাই না। আমি মানুষের কাছে গিয়েছি, তাদের সাড়া পেয়েছি। মানুষ আমাকে ভালোবেসেছেন। ফেসবুকে অনেক কিছুই দেখেছি।

ঢাকায় ফেরা নিয়ে তিনি বলেন, এখান থেকে তো আমি হুট করে যেতে পারব না। এলাকায় সবকিছু গোছগাছ করতে কদিন সময় লাগবে। তারপর ঢাকায় ফিরব। পরে কী করব, সেসব নিয়েই পরিকল্পনা করছি। একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি।

অনলাইন ডেস্ক