মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ!

 অনলাইন ডেস্ক    ৯ অক্টোবার, ২০২৪ ১১:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

দীর্ঘ সাত বছর পর আবারও রুপালি পর্দার যুদ্ধে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও জিৎ। একজন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, অন্যজন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ।

এই দুই তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন প্রায় আট বছর আগে ২০১৬ সালে। ওই সময় ঈদে মুক্তি পায় শাকিব অভিনীত শিকারী সিনেমা। একইসময়ে বাদশা নিয়ে হাজির হন জিৎ। প্রেক্ষাগৃহে দর্শক টানার যুদ্ধে নামে সিনেমা দুটি।

এর দুই বছর পর ২০১৮ সালে 'ভাইজান এলো রে' ও 'সুলতান' সিনেমা নিয়ে মুখোমুখি হয়েছিলেন দুই নায়ক। এরপর কেটে গেছে ৬ বছর। একসঙ্গে আর দেখা মেলেনি জিৎ-শাকিবের।না সিনেমায় জুটি বেঁধে, না একসঙ্গে ছবি মুক্তি দিয়ে। তবে সবকিছু ঠিক থাকলে প্রায় ৭ বছর পর ২০২৫ সালে আবারও লড়াইটা হতে পারে দুই সুপারস্টারের।

জানা যায়, ২০২৫ সালে ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় 'বরবাদ' সিনেমা নিয়ে আসছেন শাকিব খান। অন্যদিকে জিৎ আসছেন রায়হান রাফী পরিচালিত 'লায়ন' সিনেমা নিয়ে। যদিও সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি।

আরও পড়ুন: অবসরের পর রিয়াদের আবেগঘন বার্তা...

তবে মুক্তির তারিখ এরই মধ্যে ঘোষণা করেছেন নির্মাতারা। বরবাদে শাকিবের নায়িকা হিসেবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। অন্যদিকে লায়নে জিতের নায়িকা কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে জিতের সহ অভিনেতা হিসেবে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ ।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত বরবাদ আর জিৎ অভিনীত লায়ন সিনেমা।

প্রসঙ্গত, প্রিয়তমা আর তুফানের সাফল্যে শাকিবের সময়টা ভালো কাটলেও ইন্ডাস্ট্রিতে একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে জিতের সময় কিছুটা খারাপ যাচ্ছে। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে নির্মাতা রাফির সঙ্গে বাজিমাত করতে পারেন জিৎ। তাই শাকিব-জিতের স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে, সে উত্তর মিলবে আগামী ঈদুল ফিতরেই।

অনলাইন ডেস্ক