ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৩ ১৫:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

ভারতে চলন্ত ট্রেনের বগিতে আজ শনিবার (২৬ আগস্ট) ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ভয়াবহ আগুন লেগে নিহত হয়েছেন দশ জন এবং দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।

প্রাথমিকভাবে জানা গেছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। ধারনা করা হচ্ছে নিহতরা উত্তর প্রদেশের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা ট্রেনটি একটি পর্যটকবাহী ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের কে উদ্ধার করা হচ্ছে। তবে তারা মনে করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায়, নিহত ৫ এবং আহত ৬...

মাদুরাই জেলার কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে ট্রেনের বগিতে আগুন লেগে দশ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেসকিউ সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালান।

অনলাইন ডেস্ক