বেতন কাঠামো নিয়ে শ্রমিকদের সুখবর দিল কুয়েত

 অনলাইন ডেস্ক    ১৮ জানুয়ারী, ২০২৪ ১০:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

নতুন বছরে শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে সুখবর দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এর আওতায় বাংলাদেশিরাও রয়েছেন।

গত সপ্তাহের গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান কর্মীদের বেতনসংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন। ওই নির্দেশনায় তিনি গৃহকর্মীদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করে দিয়েছেন।

নতুন করে জারি করা এ নির্দেশনাটি দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী শেল তালাল খালেদ আল আহমদ আল জাবের আল সাবাহর সুপারিশে নেওয়া হয়েছে। এজন্য দেশটির মিনিস্ট্রিয়াল রেজুলেশনের ১০২/২০২২ সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন: স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ২৪ জানুয়ারি...

নির্দেশনায় এশিয়া গৃহকর্মীদের বেতন সর্বোচ্চ ৭৫০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৬৭ হাজার ৯৫৮ টাকা। আফ্রিকান গৃহকর্মীরা ৫৭৫ কুয়েতি দিনার ও স্পন্সর ভিসায় স্পেশাল পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৩৫০ কুয়েতি দিনার বেতন পাবেন।

নিয়োগ অফিসের বিভিন্ন সমস্যা ও গৃহকর্মী নিয়োগের চুক্তির লঙ্ঘন এড়াতে এবং কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক