ইউক্রেনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত তিন পাইলট

 অনলাইন ডেস্ক    ২৭ আগষ্ট, ২০২৩ ১৪:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

ইউক্রেনে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি এল-৩৯ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খ্যাতনামা পাইলট ‘জুস’ও রয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির বিমানবাহিনী।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির উত্তর ঝিতোমির অঞ্চলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান দুটি ছিল এল-৩৯ মডেলের। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, নিহত পাইলটদের একজনের নাম আন্দ্রি পিলশচিকভ। তিনি ‘জুস’ নামে পরিচিত ছিলেন।

আরও পড়ুন: কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি...

তরুণ এ পাইলট খুবই দক্ষতা সম্পন্ন ছিলেন। তিনি ইউক্রেনের আকাশে এফ-১৬ এস উড়ানোর স্বপ্ন দেখতেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ইউক্রেনের। দেশটিতে এই যুদ্ধবিমান পাওয়ার আগেই দুর্ঘটনায় তিন পাইলট নিহতের বিষয়টি বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে ইউক্রেন।

ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এবং অপূরণীয় এক ক্ষতি।’

অনলাইন ডেস্ক