দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি: ইমরান খান

 অনলাইন ডেস্ক    ১৯ আগষ্ট, ২০২৩ ১৭:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 55 বার

দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনফাসের চেয়ারম্যান ইমরান খান।

পিটিআই প্রধান বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক কারাগারে রয়েছেন।

শুক্রবার দেশটির ওই জেলখানায় গিয়েছিলেন ইমরানের আইনজীবী ও তার দলের নেতা উমায়ের নিয়াজি। সেখানে তার সঙ্গে দেখা করে আইনজীবী সাংবাদিকদের এ তথ্য জানান।

ইমরানের আইনজীবী জানান, পিটিআই চেয়ারম্যান ভালো আছেন। দেশের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং প্রয়োজন হলে দেশের জন্য তিনি কারারুদ্ধ থাকবেন। এছাড়া তার দাঁড়ি বড় হয়ে যাওয়ায় তাকে রেজার ও একটি আয়না দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বৃদ্ধির আবেদন খারিজ...

ইমরান খান আরো বলেছেন, ‘আমি স্বাধীনতার জন্য এমন ত্যাগ করতে রাজি আছি।’

২০২২ সালের এপ্রিলে, অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় ইমরান খান। এর পর তোশাখানা মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় এক লাখ রুপি জরিমানা ও আগামী ৫ বছর রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষিদ্ধ করা হয়েছে তাকে।

বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে গোটা পাকিস্তানে সন্ত্রাসবাদ ও সহিংসতার মতো নানা অভিযোগে প্রায় দেড়শ’ মামলা চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক