সাহিত্যে নোবেলজয়ী এলিস মুনরো মারা গেছেন

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১১:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

সাহিত্যে নোবেল বিজয়ী কানাডিয়ান লেখক এলিস মুনরো সোমবার (১৩ মে) রাতে কানাডার অন্টারিওর পোর্ট হোপে নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর।

মুনরোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার ও প্রকাশক।

৬০ বছরের বেশি সময় ধরে ছোট গল্প লিখেছেন মুনরো। কানাডার গ্রামীণ জীবনকে উপজীব্য করেই তার বেশির ভাগ লেখা।

এলিস মুনরোর গল্পে যে অন্তর্দৃষ্টি ও সমবেদনা ফুটে উঠত, সেজন্য তাকে প্রায়ই রাশিয়ার লেখক আন্তন চেখভের সঙ্গে তুলনা করা হত। ২০১৩ সালে এলিস মুনরো সাহিত্যে নোবেল পান।

আরও পড়ুন: ছন্দে ফিরতে মরিয়া লিটন-সৌম্য...

সে সময় পুরস্কারের ঘোষণায় মুনরোকে ‘সমকালীন ছোটগল্পের মাস্টার’ অভিহিত করেছিল নোবেল কমিটি।

১৯৩১ সালের ১০ জুলাই কানাডার অন্টারিও প্রদেশের উইংহ্যাম এলাকায় জন্মগ্রহণ করেন মুনরো। তার বাবা ছিলেন খামার মালিক আর মা স্কুল শিক্ষক। তিনি ১১ বছর বয়সেই লেখক হওয়ার সিন্ধান্ত নিয়ে ফেলেন। আর সেভাবেই এগিয়েছেন মুনরো।

অনলাইন ডেস্ক