পর্তুগালের দাবানলে পুড়ে ছাই প্রায় ৭ হাজার হেক্টর বনভূমি

 অনলাইন ডেস্ক    ৯ আগষ্ট, ২০২৩ ১১:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

বছরে তৃতীয় বারের মত পর্তুগালে চলছে তাপমাত্রার উর্ধগতি। এতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দাবানল নেভাতে রীতিমত লড়াই করে যাচ্ছে দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছে অন্তত ৯ জন।

দিন দিন বাড়তে থাকা তাপমাত্রার জন্য দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে পর্তুগালের হাজার হাজার হেক্টর এলাকাজুড়ে।

সোমবার দক্ষিণাঞ্চলীয় ওদেমিরা শহরের কাছে দাবানল নেভাতে রাতভর লড়াই চালিয়ে গেছেন প্রায় ৮০০ অগ্নিনির্বাপণ কর্মকর্তা।

ইতিমধ্যে দাবানলের এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ১৪শ’রও বেশি মানুষকে।

পর্তুগালের সান্তারিম শহরে সোমবার তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এবছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা।

আরও পড়ুন: ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা...

দাবানলটি শুরু হয় শনিবার ওদেমিরার কাছে। দমকা বাতাসে আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণে পর্তুগালের প্রধান পার্বত্য পর্যটন অঞ্চল অ্যালগ্রেভে।

এরই মধ্যে আগুনে পুড়ে গেছে ৬ হাজার ৭০০ হেক্টর জমি। শহরের মেয়র বলেছেন, “পরিস্থিতি গুরুতর, জটিল এবং কঠিন।”

এই ঘটনাকে কেন্দ্র করে বিবিসি জানায়, দেশের কেন্দ্রস্থলে আরও কয়েক জায়গায় আগুনের কারণে যান চলাচলের কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। আগুন নেভানোর জন্য দুটি এলাকায় দমকলকর্মীদের সহায়তায় পানি ঢালতে ১৬ টি বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

পর্তুগালজুড়ে ১২০ টিরও বেশি পৌর এলাকা দাবানলের সর্বোচ্চ ঝুঁকিতে আছে বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক