সৌদি আরবে কর্মজীবীদের জন্য দারুণ সুযোগ

 অনলাইন ডেস্ক    ২৭ নভেম্বার, ২০২৩ ১৫:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

সৌদি আরব আবারও দারুণ সুখবর দিলেন শ্রমিকদের। এতে করে শ্রমিকরা কর্মক্ষেত্রে দারুণ সুযোগ পেয়েছেন। আজ সোমবার (২৭ নভেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসাথে দুটি চাকরি করতে পারবেন। প্রাইভেট সেক্টরে কাজ করা লোকদের একত্রে দুটি চাকরি করার অনুমতি দেওয়া হয়েছে।

জানা যায়, এক্ষেত্রে কর্মীর চুক্তিপত্র ও আইনগতভাবে তার সকল সুবিধা নিশ্চিত করা হবে। এখন আর কর্মীদের একসাথে দুটি চাকরি করার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।

আরও পড়ুন: ঘরে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-সন্তানকে হত্যা!...

সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি তারা তাদের এ বাজারকে আরও প্রতিযোগীতামূলক ও আকর্ষণীয় করে তুলছে।

এ সংস্কারের অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে আসা-যাওয়ার সুযোগ সুবিধা পাবেন। এ ছাড়া এ নীতির আওতায় অভিবাসী শ্রমিকেরা বিদেশে ভ্রমণের জন্যও নিয়োগকর্তার অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

বর্তমানে সৌদি আরবে ৩২.২ মিলিয়ন মানুষ রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বিদেশি অভিবাসী রয়েছেন।

অনলাইন ডেস্ক