শপথ নিলো পাকিস্তানের নতুন মন্ত্রিসভা

 অনলাইন ডেস্ক    ১৩ মার্চ, ২০২৪ ১১:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের নির্বাচিত মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের ১৯ মন্ত্রীর গত সোমবার শপথ পাঠ করান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে একজন রয়েছেন প্রতিমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্টের কাছে ১৯ সদস্যের একটি তালিকা দেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ মন্ত্রীর মধ্যে ১২ জন পার্লামেন্ট সদস্য এবং তিনজন রয়েছেন সিনেটর। প্রতিমন্ত্রী হয়েছেন সিনেটরদের একজন। মুহাম্মদ আওরঙ্গজেব, মহসিন নকভি এবং আহাদ চিমা মন্ত্রিপরিষদে যুক্ত হয়েছেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে।

আরও পড়ুন: ইবিতে ক্লাসরুম সংকট কেন্দ্র করে শিক্ষক লাঞ্চিত; আন্দোলনে শিক্ষার্থীরা...

সাবেক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী ইসাক ধর, পরিকল্পনামন্ত্রী আহসান ইসবাল, আইনমন্ত্রী আজম নাজির তারার এবং পেট্রোলিয়ামের প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদে ফিরে এসেছেন।

শপথ অনুষ্ঠানের পর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম ও দফতর জানিয়েছে। মোহাম্মদ ইসহাক দারকে দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

অনলাইন ডেস্ক