পাকিস্তানের বেলুচিস্তানে ইরানি বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৯ মে) গভীর রাতে প্রদেশটির ওয়াশুক জেলার পাকিস্তান-ইরান সীমান্তে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বেলুচিস্তানের অতিরিক্ত ডেপুটি কমিশনার উমর জামালি বলেন, ওয়াশুক জেলায় পাকিস্তান-ইরান সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে। অন্যদিকে, ডেপুটি কমিশনার নাঈম উমরানি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন ফ্রন্ট ও বেলুচ লিবারেশন আর্মির ঘাঁটিতে এ গুলি চালানো হয়। তবে তেহরান বলছে, জইশ আল আদলের (জেএএ) জঙ্গিদের লক্ষ্য করে এ গুলি চালানো হয়েছে।
আরও পড়ুন: ঝড়ে লন্ডভন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম...
এদিকে, ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত এপ্রিলে তিনদিনের সরকারি সফরে পাকিস্তানে গিয়েছিলেন। প্রতিবেশী দুই দেশের মধ্যকার টানাপোড়েন মেটানো ছিল ওই সফরের অন্যতম উদ্দেশ্য।
রাইসির সফরকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হয়েছিল।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এবং ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান প্রদেশের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘জঙ্গি' গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অনেকটা অনুন্নত হলেও উভয় অঞ্চল খনিজ সমৃদ্ধ হিসেবে পরিচিত।
অনলাইন ডেস্ক