মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে বাংলাদেশি নিহত

 অনলাইন ডেস্ক    ১৩ মে, ২০২৪ ১৪:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

মালয়েশিয়ায় বন্যহাতির আক্রমণে মোঃ নওশের আলী (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৫টার সময় দেশটির কেলানতান রাজ্যের গুড়া মুসাংয়ের পোস ব্লাউয়ের কাম্পুং ওমের একটি খামারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির বিস্তারিত তথ্য প্রকাশি করেনি কর্তৃপক্ষ।

গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু এক বিবৃতিতে জানিয়েছেন, নওশের রাত সাড়ে ৯টার সময় এ ঘটনার খবর পান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খামার থেকে তার সহপাঠীসহ বাসায় ফেরার পথে পাহাড় থেকে নেমে আসা একটি হাতিকে দেখতে পান তারা। এসময় একটি বন্যহাতি দৌড়ে তাদের আক্রমণ করে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন সাড়ে ১৩ হাজার হজযাত্রী...

পুলিশ জানায়, সঙ্গে থাকা সহপাঠীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও নওশের বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন।

তদন্তে দেখা গেছে, নিহতের পেটে আঘাত ও শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের ছাপের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় গুয়া মুসাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক