বিজ্ঞাপনে ভুয়া তথ্য দেয়ায় বাবা রামদেবকে সুপ্রিম কোর্টের তলব

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ১৯:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

আয়ুর্বেদিক প্রতিষ্ঠান পতঞ্জলির পণ্যের প্রচারে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের জন্য ভারতীয় গুরু রামদেবকে তলব করেছে সুপ্রিম কোর্ট। সেই সাথে পতঞ্জলির ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণণকেও উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এ তথ্য জানায়।

আদালতে হাজির হওয়ার নির্দেশের পাশাপাশি তাদের কারণ দর্শানো নোটিশও দিয়েছে কোর্ট।

প্রতিবেদনে বলা হয়, আদালত পতঞ্জলির বিভিন্ন ঔষুধের বিজ্ঞাপনে বিভ্রান্তিমূলক তথ্য থাকায় সেটির প্রচার বন্ধে নির্দেশ দিয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পতঞ্জলি যেন ওই ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখে তা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা...

এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অভিযোগ, অ্যালোপ্যাথি সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে পতঞ্জলির বিজ্ঞাপনে। সংস্থাটি সুপ্রিম কোর্টে তাই পতঞ্জলির বিজ্ঞাপনের বিরুদ্ধে আরজি জানিয়েছিল।

এরপর আদালতের আদেশ অমান্য করে পতঞ্জলি। ফলে, উচ্চ আদালত পতঞ্জলিকে আদালত অবমাননার অভিযোগের জবাব দিতে নির্দেশ দিয়েছিল। তবে, সে সময় সাড়া দেয়নি পতঞ্জলি।

তাই আদালতের নির্দেশ অমান্য করায় আবারও রামদেব ও আচার্য বালকৃষ্ণনকে আদালত অবমাননার নোটিশ দিল সুপ্রিম কোর্ট।

অনলাইন ডেস্ক