অলস প্রতিযোগিতায় জিততে ২২ দিন ধরে শুয়ে আছে ৭ জন

 অনলাইন ডেস্ক    ১১ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোতে সেরা অলস বেছে নেওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রতিযোগিাতার শেষের ধাপ শুরু হয়েছে। এখন সেরা অলস প্রতিযোগিতায় টিকে আছেন সাত জন।

মার্কিন গণমাধ্যম নিউউয়র্ক পোস্ট বলেছে, ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোর উত্তরাঞ্চলের ব্রেজনা গ্রামে এখন পযর্ন্ত সাত জন টানা ২২ দিন ধরে একই জায়গায় শুয়ে আছেন। যিনি বেশি দিন ধরে শুয়ে থাকতে পারবেন সেই হবে সেরা অলস। আর তাকে দেওয়া হবে এক হাজার ডলার।

আরও পড়ুন: মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০...

আয়োজক কমিটির প্রধান রাদোনজা ব্লাগোজেভিক জানান, ১২ বছর আগে আদ্রিয়াটিক কাউন্টির গ্রামটিতে সেরা প্রতিযোগিতার রেওয়াজ শুরু হয়। গত বছর একটানা ১১৭ ঘন্টা শুয়ে থেকে বিজয়ী হয়েছিলেন ৩৮ বছর বয়সী দুব্রাভকা আকসিক। এবার ১৫ দিন আগেই সেই রেকর্ড ভেঙে যায়।

সংবাদমাধ্যম সিজিটিএন বলেন, রোববার ২৩তম দিনেও শুয়ে আছেন এই সাতজন। গত বছরের বিজয়ী দুব্রাভকা আকসিক এবারও জয়ের ব্যাপারে আশাবাদেন।

অনলাইন ডেস্ক