নির্বাচনের আগে উত্তপ্ত ভারতের রাজনীতি, চাপে মোদি সরকার!

 অনলাইন ডেস্ক    ১ এপ্রিল, ২০২৪ ১০:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ভারতে লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। অভ্যন্তরীণ ইস্যুতে বেকায়দায় মোদি সরকার। অন্যদিকে, কংগ্রেস ও বাম দলকে আয়কর দফতর থেকে দেয়া বকেয়া মেটানোর নির্দেশ নিয়েও ভারতজুড়ে চলছে তোলপাড়।

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। রাজনৈতিক দলগুলো যখন দেশজুড়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত, তখন অনেকটাই এলোমেলো অবস্থা রাহুল গান্ধীর দল কংগ্রেসের।

দেশটির আয়কর বিভাগ ১ হাজার ৮২৩ কোটি টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানোয় ভোটের হিসাব-নিকাশ আপাতত পাশে রাখতে হচ্ছে দলটিকে, খাতা কলম নিয়ে দৌড়াতে হচ্ছে জাতীয় কর অফিসে।

আরও পড়ুন: আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়...

নতুন নোটিশকে ক্ষমতাসীন বিজেপি সরকারের ‘কর সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছে কংগ্রেস।

বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন বলেন, আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করেছে দলটি। বিজেপির কাছে ৪ হাজার ৬০০ কোটি রুপি জরিমানা চেয়ে আয়কর নোটিশ পাঠানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনলাইন ডেস্ক