বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে চলতি মাসেই

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১৩:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

টানা বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দেশের অধিকাংশ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে আভাস মিলেছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়ের।

ভারতের আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী এ ঘূর্ণিঝড়।

বঙ্গোপসাগরে ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। যা আগামী ২০ মের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে রেমাল।

আরও পড়ুন: বাবার চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চান জবি শিক্ষার্থী...

চার বছর আগে, অর্থাৎ ২০২০ সালের মে মাসেই ২০ তারিখে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। বেশ বিধ্বংসী ছিল ঘূর্ণিঝড়টি। তবে সুন্দরবনের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূল।

অনলাইন ডেস্ক