পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন কবে

 অনলাইন ডেস্ক    ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

পাকিস্তানের নির্বাচন দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনায় আছে। দেশটিতে সরকার গঠন নিয়েও চলছে নানা সমীকরণ। তবে নতুন সরকারের রূপরেখা এখন বেশ স্পষ্ট।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) জানান, দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে আগামী ১ মার্চে শপথ নিতে হবে। তাকে শপথ বাক্য পাঠ করাবেন বর্তমান প্রেসিডেন্ট আরিফ আল আলভি।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অথবা আগামী ১ মার্চ (শুক্রবার) রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে। তার আগেই ২৮ বা ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচন করবে জাতীয় পরিষদ।

আরও পড়ুন: "জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক"- জাপানের রাষ্ট্রদূত...

ধারণা করা হচ্ছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফকেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে জাতীয় পরিষদ।

এর আগে, ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর, ২০২২ সালের ১১ এপ্রিল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শাহবাজ।

এদিকে, আগামী ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক