সোনিয়া গান্ধী হাসপাতালে

 অনলাইন ডেস্ক    ৩ সেপ্টেম্বার, ২০২৩ ২০:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেমের নেত্রী সোনিয় গান্ধী বুকে সংক্রমণ নিয়ে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, সোনিয়া গান্ধী বুকে ইনফেকশন বা সংক্রমণের কারণে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি বুকের ইনফেকশনে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় রুটিন চেক-আপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি...

অন্যদিকে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সোনিয়া গান্ধী চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

এর আগেও সোনিয়া গান্ধী দুই দফায় হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরের ১২ জানুয়ারি তারিখে সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় পাঁচদিন হাসপাতালে ছিলেন তিনি।

এরপর জ্বর নিয়ে মার্চের দুই তারিখে একই হাসপাতালে ভর্তি হন এই কংগ্রেস নেত্রী।

অনলাইন ডেস্ক