এ বছর হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি

 অনলাইন ডেস্ক    ১১ মে, ২০২৪ ১৩:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

সৌদি আরবের পরিবহনমন্ত্রী সালেহ আল-জাসের বলেন এ বছর হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু হবে। বৃহস্পতিবার (৯ মে) সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সৌদি মন্ত্রী বলেন, এগুলো ট্যাক্সিসহ অতি উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। পরিবহন খাতে সেরা সেবা দেয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে প্রতিযোগিতা চলছে।

আরও পড়ুন: আইইবির ৬১তম কনভেনশনে প্রধানমন্ত্রী...

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হজের সময় হাজিদের পরিবহন দ্রুত ও নির্বিঘ্ন করতে আরও সহজ ও উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবহারের জন্য কাজ করছেন তারা।

এর আগে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স জানিয়েছিল, তারা উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হজ যাত্রীদের জেদ্দার বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে সংস্থাটি ১০০টি উড়ন্ত ট্যাক্সি কেনার কথাও জানিয়েছিল।

অনলাইন ডেস্ক