ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

 অনলাইন ডেস্ক    ৮ মে, ২০২৪ ১৬:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে গৃহবন্দি অবস্থা থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বুধবার (৮ মে) ইসলামাবাদের হাইকোর্ট এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানে স্ত্রী বুশরা বিবি গত কয়েক মাস ধরে গৃহবন্দি রয়েছেন। আর ইমরান খান রয়েছেন আদিয়ালা কারাগারে। ইমরান যে কারাগারে আছেন, সেখানে স্থানান্তর করার আবেদন করেছিলেন বুশরা বিবি। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত বুশরা বিবির পক্ষে রায় দিয়েছেন।

আরও পড়ুন: ৬ ঘন্টায় মেহেরপুর সদরে ১৪ ও মুজিবনগরে ২২ শতাংশ ভোট পোল...

এর আগে, গেল ২ মে এ বিষয়ে শুনানি হয়। তবে ওই দিন রায় দেননি আদালত। বুশরাকে স্থানান্তরের পাশাপাশি এতদিন যে বানিগালাকে সাব-জেল হিসেবে ব্যবহার করা হয়েছে, তা-ও বাতিল করেছেন আদালত।

উল্লেখ্য, তোশাখানা মামলায় সাজা হওয়ার পর গত ৩১ জানুয়ারি থেকে বানিগালায় গৃহবন্দি করে রাখা হয় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে। এরপর বাসভবনটিকে সাব-জেল ঘোষণা করা হয়।

অনলাইন ডেস্ক