চীনে ভয়াবহ বন্যায় ৯ জনের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২১ জুন, ২০২৪ ১১:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

চীনের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় অঞ্চলটিতে এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে চলছে অভিযান।

গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে দেখা দেয়া বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি প্রদেশ। ডুবে গেছে ঘর-বাড়ি, দোকানপাট, রাস্তা-ঘাট।

প্রদেশটিতে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। বন্যায় গুয়াংডং প্রদেশের ৩২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন: হার দিয়ে সুপার এইট শুরু বাংলাদেশের...

স্থানীয় প্রশাসন বলছে, বন্যায় এ পর্যন্ত রাজ্যের দেড় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছের। বাস্তুহারা হয়েছেন আসামের ১৯ জেলার প্রায় তিন লাখ মানুষ। আগামী তিনদিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

অনলাইন ডেস্ক