বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর দিল ওমান সরকার

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৪ ১৬:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান। গতকাল বুধবার টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’-এর সভাপতি সিরাজুল হককে উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে।

ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা।

আরও পড়ুন: সারাদেশে ৬০ হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে: মেয়র আতিক...

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানিয়েছিল, ভিসা দান বন্ধের এই প্রক্রিয়াটি ‘অস্থায়ী’।

অনলাইন ডেস্ক