দুদিনেও উদ্ধার হননি টানেলে আটকে পড়া ৪০ শ্রমিক

 অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বার, ২০২৩ ১২:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেল ধসের দুদিন পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ভেতরে আটকে পড়া ৪০ শ্রমিককে। তবে উদ্ধার তৎপরতা এখনো চলছে।

এছাড়াও তাদের কে পাইপের মাধ্যমে খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা আটকেপড়া শ্রমিকদের জন্য টানেলের ভেতরে সুড়ঙ্গ তৈরি করছেন। আর ৪০ মিটার পৌঁছালেই তাদের বের করে আনা সম্ভব হবে।

আরও পড়ুন: গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ৬৫...

এক কর্মকর্তা বলেছেন, ‘টানেলের ভেতরে ২১ মিটার পর্যন্ত স্ল্যাবের ব্লক অপসারণ করা হয়েছে। আরও ১৯ মিটার রাস্তা পরিষ্কার করতে পারলে তবেই শ্রমিকদের কাছে পৌঁছানো যাবে।'

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকরা বাফার জোনে আটকা পড়েছেন। তারা সেখানে নিরাপদে আছেন; আর তাদেরকে পানির পাইপে করে অক্সিজেন ও খাবার সরবরাহ করা হচ্ছে।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গত রোববার ভোর ৫টার সময় টানেল ধসে গিয়ে ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন।

অনলাইন ডেস্ক