মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

 অনলাইন ডেস্ক    ৯ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মরক্কোর মধ্যাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার সময় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত ৮২০ জন ও আহত হয়েছেন আরও কয়েক শতাধিক মানুষ।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত ৮২০ জন ও আহত হয়েছেন ৩২৯ জন মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।

জিওলজিক্যাল সার্ভে বলেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও ১৮.৫ কিলোমিটার গভীরে।

মরক্কোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করেছেন দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব জিওফিজিক্সের প্রধান নাসের জাবুর।

আরও পড়ুন: ইমরান না নওয়াজ, কে হচ্ছেন প্রধানমন্ত্রী...

ভূমিকম্পটিকে আকস্মিক ও বিপর্যয় সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন মারাকেশের বাসিন্দা ও সাংবাদিক নুরদ্দীন বাজিন।

বাসিন্দারা বলেন, ‘আমরা দুঃস্বপ্নে ভরা এক ভয়ঙ্কর রাত কাটিয়েছি। আমরা এই ধরনের দুর্যোগে অভ্যস্ত নই।’

বাজিন আরও বলেন, পুরানো মারাখেস শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার ভবনগুলোর মধ্যে বেশ কিছু ভঙ্গুর অবস্থায় ছিল, ভূমিকম্প ছাড়াই এগুলো ভেঙে পড়তো।

অনলাইন ডেস্ক