আবারও টাইটানিক দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশানগেট

 অনলাইন ডেস্ক    ৩০ জুন, ২০২৩ ১৫:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

সমুদ্রের নিচে ডুবে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ দেখতে গিয়ে সম্প্রতি পাঁচজন যাত্রী নিয়ে বিস্ফোরিত হয় সাবমেরিন টাইটান। এ ঘটনার রেশ কাটতে না কাটতে ১০ দিন পর আবারও টাইটানিকে যাওয়ার বিজ্ঞাপন দেয় ডুবোজাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান ওশানগেট।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞাপন দেয়। ওশানগেট ওয়েবসাইটে জানায়, ২০২৪ সালে সমুদ্রের তলদেশে দুটি ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের।

প্রথমটি হবে জুন মাসের ১২ তারিখ থেকে ২০ তারিখ এবং দ্বিতীয়টি হবে জুন মাসের ২১ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত।

ভ্রমণের টিকিটের মূল্য আড়াই কোটি টাকা। এই খরচের মধ্যে থাকছে একটি সাবমিসিবল ডাইভ, ব্যক্তিগত বাসস্থান, প্রয়োজনীয় সব প্রশিক্ষণ, সফরের সরঞ্জামসহ জাহাজে থাকাকালীন সমস্ত খাবারের ব্যবস্থা।

আরও পড়ুন: নিখোঁজ টাইটানের কেউই বেঁচে নেই: মার্কিন কোস্টগার্ড...

এর আগে ১৮ জুন পাঁচ যাত্রীকে নিয়ে যাত্র শুরু করে সাবমেরিন টাইটান।

যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সমুদ্রগর্ভ থেকে নিখোঁজ হয়। প্রায় পাঁচ দিন পর সাবমেরিনটির খোঁজ মেলে।

উল্লেখ্য, টাইটানিক জাহাজটি ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের ১ হাজার ৬০০ ফুট গভীরে রয়েছে। যা সমুদ্রের পৃষ্ঠ থেকে দুই মাইলেরও বেশি নিচে।

এটি কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের উপকূল থেকে ৪০০ মাইল দূরে অবস্থিত।

অনলাইন ডেস্ক