ইসরাইলে গাজার রকেট হামলা

 অনলাইন ডেস্ক    ৭ অক্টোবার, ২০২৩ ১৫:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শনিবার (৭ অক্টোবর) সকাল ৬টার সময় ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা হামলা চালানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেসকিউ এজেন্সি জানিয়েছে, মধ্য ইসরাইলে একটি ভবনে রকেটের আঘাতে ৭০ বছর বয়সী একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। এছাড়াও অন্য এক স্থানে ২০ বছর বয়সী এক যুবকও আহত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রকেট হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রধানরা বৈঠক করবেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪...

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। ওই সব আইডিএফ এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদের বাড়িতে থাকতে বলেছে।

অন্যদিকে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র আন্দোলনকারী দল হলো হামাস। মুসলমান ফিলিস্তিনীদের জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দাবিতে সংগ্রাম করে দলটি। ইসরায়েলের সাথে বেশ কয়েক বার যুদ্ধও করেছে তারা।

অনলাইন ডেস্ক