বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে কোরিয়ান ইউটিউবার দাউদ কিম, চাইলেন দোয়া

 অনলাইন ডেস্ক    ১৮ জুলাই, ২০২৪ ১৫:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং জনপ্রিয় ইউটিউবার কিম জায় হান। যিনি বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে, মুসলিম হয়ে নতুন নাম গ্রহণ করে হন দাউদ কিম।

বাংলাদেশেও বেশ জনপ্রিয় দাউদ কিম। তাই, চলমান কোটা আন্দোলন এবং এতে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বেলা ১২টা ৯ মিনিটে একটি স্ট্যাটাস দেন দাউদ।

আরও পড়ুন: ‘কমপ্লিট শাটডাউন’: গণপরিবহন নেই বললেই চলে...

যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লেখেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে দোয়া করবেন (Pray for Bangladesh students)।’ এরপর ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়েছেন দাউদ কিম।

মঙ্গলবার সন্ধ্যায় দেয়া আরেক স্ট্যাটিাসে তিনি লেখেন, কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আমি তাদের (শিক্ষার্থীদের) পূর্ণ সমর্থন করি। সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না। সত্য কখনো মরে না। বাংলাদেশের জন্য দোয়া করবেন।

অনলাইন ডেস্ক