বেতন নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

 অনলাইন ডেস্ক    ২১ মার্চ, ২০২৪ ১১:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার সদস্যরা বুধবার (২০ মার্চ) এক সভার পর বেতন না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। মূলত তারা দেশের আর্থিক সংকটের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতিমধ্যে সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আর্থিক সংকটের কারণেই বেতন না নেয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৬...

পাকিস্তানের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভী প্রেসিডেন্ট হিসেবে মাসিক ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন নিচ্ছিলেন। ২০১৮ সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে।

বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশটির অন্যতম ধনী রাজনীতিবিদ। মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অধিকাংশই ধনী পরিবার থেকেই আসেন। বেতনের ওপর তারা খুব বেশি নির্ভরশীল নন।

অনলাইন ডেস্ক