আকাশ থেকে গায়েব মার্কিন যুদ্ধবিমান

 অনলাইন ডেস্ক    ১৯ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

আমেরিকার আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ ফাইটার জেট আকাশ থেকে গায়েব হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে এই যুদ্ধবিমান ঠিকভাবে উড়ছিল না। এক পর্যায়ে পাইলটপ্যারাসুটে করে নিচে নামতে সক্ষম হয়েছিলেন। এবার সেই ফাইটার জেট খুঁজে দিতে সকলের সহযোগিতা চেয়েছে মার্কিন প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আমেরিকার দক্ষিণাঞ্চলের স্টেট দক্ষিণ ক্যারোলিনার স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে ফাইটার জেটটি লাপাত্তা হয়ে যায়। ওই ফাইটার জেটে ঠিক কি হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

তবে কর্তৃপক্ষরা জানিয়েছেন এতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

এফ- ৩৫বি লাইটিং সেকেন্ড জেটটি চার্লেস্টন শহরের আশপাশের দুইটি লেকে খোঁজা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার...

চার্লেস্টন শহরের জয়েন্ট বেস এক্সে এক পোস্টে বলেছে, ‘ফাইটার জেট খুঁজতে এরই মধ্যে জরুরি পরিষেবা দল চেষ্টা শুরু করেছে। সামরিক বাহিনী ও এই দলের কাজে সহায়তা করতে জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’

মার্কিন সামরিক কর্মকর্তারা বলেন, ‘আপনারা নিখোঁজ মাল্টিমিলিয়ন ডলারের বিমানটি খুঁজে বের করুন। যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা চিহ্নিত করে খবর দিন।’

বিমান থেকে পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসার আগে অটো পাইলট সিস্টেম চালু করে রেখেছিলেন। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক