ফের উত্তপ্ত মণিপুর, বন্দুকযুদ্ধে নিহত ১৩

 অনলাইন ডেস্ক    ৫ ডিসেম্বার, ২০২৩ ১৭:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

আবারো অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। রাজ্যের তেঙ্গনৌপালে অজ্ঞাত দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেছেন, সোমবার (৪ ডিসেম্বর) রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলার একটি গ্রামে ব্যাপক বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও অনেকগুলো বুলেট পাওয়া গেছে।

আরও পড়ুন: গাজায় দুই স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৫০...

রাজধানীর ইম্ফলের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা এখনো নিহতদের পরিচয় শনাক্ত করতে পারিনি। তারা কোন সশস্ত্র গোষ্ঠীর তা এখন আমরা জানাতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘তারা মারা যাওয়ার পর ঘটনাস্থল থেকে অস্ত্র লুট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এর মাত্র একদিন আগেই রাজ্যের কম বেশি সব এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয়। তার পরেই প্রকাশ্যে এলো এই সংঘাতের ঘটনা।

অনলাইন ডেস্ক