লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত

 অনলাইন ডেস্ক    ১ জানুয়ারী, ২০২৪ ১১:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

যুক্তরাষ্ট্রের লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে হুথিদের নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালায়। ওই হামলায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ১০ যোদ্ধা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওই হামলায় হুথি গোষ্ঠীর তিনটি নৌকাও ডুবে গেছে। আজ সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলেছে, লোহিত সাগরে মার্কিন বাহিনী তাদের তিনটি নৌযানে হামলা চালিয়ে তারা কমপক্ষে ১০ জন যোদ্ধাকে নিহত করেছেন।

আরও পড়ুন: কুয়েতে পার্টটাইম কাজের অনুমতি পাচ্ছেন প্রবাসীরা...

গত রোববার এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, হামলার শিকার তাদের নৌকাগুলো ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামুদ্রিক নৌচলাচল রক্ষা করার’ লক্ষ্যে কাজ করছিল।

এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবিলায় টহল অভিযান চালিয়ে যাচ্ছে এবং লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলার চেষ্টাকালে আক্রমণ চালিয়ে (হুথিদের) তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে। নৌকাগুলো জাহাজের কাছাকাছি চলে আসলে সাহায্য চান জাহাজের নাবিক।

তখন মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে ওই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তিনটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। ওই সময় নৌকার ক্রুরাও নিহত হন। অপর একটি নৌকা পালিয়ে যেতে সক্ষম হয়।

অনলাইন ডেস্ক