ভারতে পালাচ্ছেন মিয়ানমারের সেনারা

 অনলাইন ডেস্ক    ২১ জানুয়ারী, ২০২৪ ১১:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়া ভারতে পালিয়ে যাচ্ছেন দেশটির সেনাসদস্যরা। এরই মধ্যে মিয়ানমারের প্রায় ৬’শ সেনাসদস্য ভারতে আশ্রয় নিয়েছেন বলে শনিবার (২০ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের মধ্যে মিয়ানমারের সেনাসদস্যরা সীমান্তবর্তী রাজ্য মিজোরামের লঙ্গললাই জেলার আসাম রাইফেলস শিবিরে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি জান্তা সরকারের সেনাসদস্যদের ঘাঁটি দখল করার পর ভারতে আশ্রয় নিচ্ছেন সেনাসদস্যরা।

এই পরিস্থিতিতে শিলংয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাউন্সিল মিটিংয়ে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।

আরও পড়ুন: তুলসী পাতার রসে যে ৫ রোগ সারাবে...

বৈঠকের পর মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা জানান, মিয়ানমার থেকে সেনাসদস্যরা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। এরই মধ্যে বিমানে আমরা প্রায় ৪৫০ জন সদস্যকে ফেরত পাঠিয়েছি।

২০২১ সালে জান্তা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশটির তিনটি জাতিগত বিদ্রোহী গ্রুপ জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত বছরের অক্টোবরে অভিযান চালিয়ে কয়েকটি শহর, সামরিক ঘাঁটি নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা।

অনলাইন ডেস্ক