ইমরানের সাবেক উপদেষ্টার ওপর 'অ্যাসিড হামলা'

 অনলাইন ডেস্ক    ২৮ নভেম্বার, ২০২৩ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টা মির্জা শাহজাদ আকবর যুক্তরাজ্যে নিজ বাড়ির সামনে অ্যাসিড হামলার শিকার হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলেছেন, অ্যাসিড হামলার শিকার হয়েছেন ইমরান খানের সাবেক উপদেষ্টা মির্জা শাহজাদ আকবর। এই অ্যাসিড হামলায় তার চোখ রক্ষা পেলেও শরীরের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে বাড়ির সামনেই তার উপর এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: কারাগারে ইমরানকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ...

যুক্তরাজ্য পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। গত বছর মির্জা শাহজাদ আকবরকে ইমরান খানের উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করা হয়। তিনি এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে অনেকবার কারাগারেও ছিলেন। তবে আকবরকে বরখাস্ত করার কথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

মির্জা শাহজাদ আকবর সামাজিক যোগাযোগমাধ্যম “এক্সে” লেখেন, ‘একজন অজ্ঞাত ব্যক্তি আমার বাসা সামনে এসে আমাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু যারা আমাকে হামলা করে ভয় দেখাতে চায়, আমি তাদের কাছে মাথা নত করব না।’

অনলাইন ডেস্ক