গোয়েন্দাদের ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে যা স্বীকার করলেন ইমরান খান

 অনলাইন ডেস্ক    ২৮ আগষ্ট, ২০২৩ ১৬:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাঞ্জাবের অ্যাটক কারাগারে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) ছয় সদস্য একটি দল এই জিজ্ঞাসাবাদ করেছেন। এই দলের নেতৃত্ব দেন সংস্থার উপ-পরিচালক আয়াজ খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলেছে, জিজ্ঞাসাবাদে ‘সাইফার’ (গোপন কোড) হারিয়ে ফেলার কথা স্বীকার করেছেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেন, তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না।

জানা গেছে, সাইফার হারিয়ে যাওয়ার মামলার এই জিজ্ঞাসাবাদে রীতিমতো তোপের মুখে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে ঘণ্টাব্যাপী এই জিজ্ঞাসাবাদে তিনি ধৈর্য্য ধরে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে জিও নিউজ।

গত বছর জনসমাবেশে সাইফার প্রদর্শনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত তিন পাইলট...

ইমরান খান দাবি করেন, ‘আমি জনসমাবেশে যেই কাগজটি ধরেছিলাম তা মন্ত্রিসভার বৈঠকের তথ্য, সাইফার নয়।’

প্রধানমন্ত্রী হিসেবে এই নথি তার কাছে থাকতেই পারে। তবে সাইফার জনসমক্ষে কেন দেখানো হয়েছে সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি পিটিআই নেতা।

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইফার সংক্রান্ত মামলায় তদন্ত প্রায় শেষের দিকে। আগামী সপ্তাহের মধ্যেই এটি শেষ হয়ে যেতে পারে ও আদালতে পেশ করা হতে পারে।

অন্যদিকে গতকাল শনিবার ইসলামাবাদ হাইকোর্টে নয়টি জামিন আবেদন নাকচ হয়েছে ইমরান খানের। এর মধ্যে ছয়টি সেশন আদালতে নাকচ হয়। তিনটি বাতিল হয় অ্যান্টি টেরোজিম কোর্টে।

অনলাইন ডেস্ক