মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৩ ১৭:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সান ডিয়েগোর কাছে বিমান বিধ্বস্তের দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুদ্ধবিমানটিতে পাইলট ছাড়া আর কোনো যাত্রী ছিল না। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী ও তল্লাশি টিমের সদস্যদের। সেখান থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেছেন তারা।

নর্থ ক্যারোলিনার সেকেন্ড মেরিন এয়ারক্রাফট উইং অ্যান্ড মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট এক বিবৃতিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০...

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাইলটের মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তবে এখন পযর্ন্ত পাইলটের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ছাড়াও কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানানো হয়নি। ওই দুর্ঘটনার বিষয়ে তদন্তের কাজ শুরু করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফ/এ-১৮ হর্নেট হলো যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান, যা যেকোনো আবহাওয়ায় কার্যক্রম চালিয়ে যেতে পারে। শত্রুপক্ষকে আক্রমণের জন্য বহুলব্যবহৃত বিমান এটি।

অনলাইন ডেস্ক