অভিযোগ করতে গিয়ে ১৭১ বাংলাদেশি কর্মী আটক

 অনলাইন ডেস্ক    ২৬ ডিসেম্বার, ২০২৩ ১৪:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

মালয়েশিয়ায় কাজের সন্ধানে গিয়ে প্রতারিত হওয়ায় থানায় অভিযোগ করতে গিয়ে ১৭১ জন বাংলাদেশি কর্মীকে আটক করে মালয়েশিয়া পুলিশ। রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভালো আয়-রোজগারের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয়ে করে মালয়েশিয়ায় আসেন কয়েকশ বাংলাদেশি কর্মী। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ না মেলার পাশাপাশি থাকা-খাওয়াসহ নানা দুর্ভোগে পড়েন তারা।

আরও পড়ুন: আরও বড় দুঃসংবাদ পেল ইমরান খানের দল...

দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় আসা এসব শ্রমিকরা কাজ পাওয়ার দাবিতে সম্প্রতি মালয়েশিয়ায় জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যান।

দল বেধে রাস্তা দিয়ে হেটে যাওয়া এসব অসহায় শ্রমিকদের দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

অনলাইন ডেস্ক