মক্কার কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ হলেন দুই বাংলাদেশি

 অনলাইন ডেস্ক    ৭ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

সৌদি আরবের পবিত্র মক্কায় গত ২৫ আগস্ট ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করেন সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ। সেই অনুষ্ঠানে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ মোঃ ফয়সাল আহমদ ও হাফেজ মোঃ মুশফিকুর রহমান।

৪৩তম আন্তর্জাতিক কোরআর প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ।

তাদের মধ্যে থেকে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের দুই কৃতি সন্তান।

বুধবার (৬ সেপ্টেম্বর) এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে বাংলাদেশের দুই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।

৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ মোঃ ফয়সাল আহমদকে সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেন সম্মাননা পদক সহ এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় ৫২ লাখ ৬২ হাজার ৫৭৯ টাকা দেয় হয়। অপর দিকে চতুর্থ স্থান করায় সম্মাননা পদক সহ তাকে দেয় হয় এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ ৮ হাজার ৩৮৬ টাকা।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্ব, ব্রাজিলেই ২২ জনের মৃত্যু...

এতে বিশ্বের ১১৭টি দেশ থেকে ১৬৬ প্রতিযোগী তাতে অংশ নেন। পাঁচ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয়।

হাফেজ ফয়সাল আহমেদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। সে পূর্ণ কোরআন হিফজ বিভাগে অংশ নিয়েছেন।

অপর প্রতিযোগী মো. মুশফিকুর রহমান পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ বিভাগে অংশ নিয়েছেন। সে কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেছে।

৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে প্রথম বারের মতো একজন বাংলাদেশি আলেম দায়িত্ব পালন করেছেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান।

অনলাইন ডেস্ক