ঈদের দিন সুইডেনে পোড়ানো হয়েছে পবিত্র কোরআন শরিফ

 অনলাইন ডেস্ক    ২৯ জুন, ২০২৩ ১৬:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

সুইডেনে ঈদুল আজহার দিনে বুধবার (২৮ জুন) দেশটির রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে আদালতের অনুমতির পর পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনা ঘটেছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পোড়ান। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।

সুইডেনের সরকারি ব্রডকাস্টার এসটিভি বলছে, স্টকহোমের একটি মসজিদের সামনে এক উগ্রবাদীকে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেনের পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে এই কাজ করেন সেই উগ্রবাদী।

এই দিনে সুইডেনসহ পুরো ইউরোপেঈদুল আজহা পালন হয়।

কটি ভিডিওতে দেখা গেছে, উগ্রবাদী প্রথমে পবিত্র কোরআনের পাতা ছেঁড়েন, তারপর তা পোড়ান। আরেক ব্যক্তি তাকে সাহায্য করেন।

সুইডেনের পুলিশ দাবি, কোরআন পোড়ানোর অনুমতি দেয়া হয়েছে-বাক স্বাধীনতার বিষয়টি বিবেচনা করে।

এদিকে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুরস্ক বলছে তারা সুইডেনের ন্যাটো সদস্যপদের অনুমোদন দেবে না।

অনলাইন ডেস্ক