সাত মামলায় ইমরান খানের জামিন খারিজ

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৩ ১৩:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সাতটি মামলায় জামিন আবেদন নাকোচ করে দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত।

বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরহাদ আলি বলেন, আইনে দণ্ডপ্রাপ্ত আসামিদের অব্যাহতির আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। তাই তিনি পিটিআই চেয়ারম্যানের অন্তর্বর্তীকালীন জামিন নাকচ করার জন্য আদালতের কাছে আবেদন করেন।

অন্যদিকে ইমরান খানের আইনজীবী যুক্তি দেখিয়ে ছিলেন যে তার মক্কেল কারাগারে আছে। তিনি এখন আদালতে হাজির হতে চান। তাই আদালতের উচিৎ তাকে তলব করা।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গা নিহত...

আদালত এর জবাবে বলেন, ইমরান খান মুক্ত থাকা অবস্থায় আদালতের আদেশ পালন করেননি। তাই তিনি আর এমন সুযোগ পেতে পারেন না।

এ সময় ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার অব্যাহতির আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আরো সময় চেয়েছিলেন।

কিন্তু আদালত পিটিআই চেয়ারম্যানকে হাজিরা থেকে অব্যাহতি দিতে অস্বীকার করেন। একইসাথে তার জামিনের আবেদনও খারিজ করে দেন।

অনলাইন ডেস্ক