কানাডায় ভয়াবহ দাবানল, কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি

 অনলাইন ডেস্ক    ২০ আগষ্ট, ২০২৩ ১৭:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ইয়েলোনাইফ শহর। ক্রমশ আগুন লোকালয়ে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা প্রাণ বাঁচাতে বিমানে করে সরে যাচ্ছেন। এ অবস্থায় প্রদেশটিতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।

খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়াসহ এর আশপাশের এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের শিখা ছড়িয়ে পড়েছে হাজার হাজার হেক্টর বনাঞ্চল। প্রদেশটির ইয়েলোনাইফ শহরের বাসিন্দারা উক্ত দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে ধীরে ধীরে বনাঞ্চলের পাশাপাশি দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি: ইমরান খান...

এ অবস্থায় ইয়েলোনাইফ শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এমন ঘোষণার পর শহরটির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় বিমানের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।

এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। উচ্চ তাপমাত্রার কারণে পরিশ্রম করেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হলেও খুব একটা কাজে আসছে না।

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, কানাডায় এ বছর বেশি গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

অনলাইন ডেস্ক