মাত্র ৩০ সেকেন্ডে ভোট গ্রহণ শেষ

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৩ ২২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

স্পেনে লা রিওজা প্রদেশের ভিলারোয়া নামক একটি গ্রামে ভোট শেষ হয়েছে মাত্র ৩০ সেকন্ডে। গ্রামটিতে নিবন্ধিত ভোটার আছেন সাতজন। স্থানীয় এই নির্বাচনে ৩০ সেকেন্ডের ও কম সময়ে ভোটগ্রহণে শেষ হয়েছে।

আর এর মধ্য দিয়ে ওই গ্রামের বাসিন্দারা নিজেদের আগের রেকর্ড ভেঙ্গেছে। এর আগে ওই গ্রামে দ্রুততম সময়ে ভোট শেষ হওয়ার রেকর্ড ছিল ৩০ সেকেন্ডের।

১৯৭৩ সাল থেকে ওই গ্রামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সালভাদর পেরেজ।

তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত যে সাতটি ভোট আমিই পাব।’ তিনি আরও জানান, গ্রামের বাসিন্দারা ভোটদানের প্রক্রিয়ায় খুব ভালোভাবে প্রশিক্ষিত। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই তারা ভোট দেন। কোন গ্রাম কত আগে ভোট দেবে, এ নিয়ে স্পেনের গ্রামগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে।

চলতি বছরের শেষের দিকে স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় নির্বাচনগুলোকে পার্লামেন্ট নির্বাচন পূর্ববর্তী পরিক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্পেনের ১৭ টি আঞ্চলিক পার্লামেন্ট এবং ৮ হজার শহর ও সিটি হলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইন ডেস্ক