ভারতে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে

 অনলাইন ডেস্ক    ২৫ মে, ২০২৪ ১০:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ আজ শনিবার (২৫ মে) সকাল ৭টার সময় শুরু হয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৭ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট হলেও বাড়তি নজর দিল্লি, পশ্চিমবঙ্গে। ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর। দেশটির ১৮তম লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে সাত দফার ভোট পর্ব শুরু হয়।

এ দফার ভোট দিল্লি, হরিয়ানা, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, জম্মু-কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের। তবে দেশবাসীর নজর থাকবে দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকে।

এই দফায় ভাগ্য র্নিধারণ হবে মনোজ তেওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়াসহ মোট ৮৮৯ জন প্রার্থীর।

আরও পড়ুন: সংকটে আশার আলো হয়ে জেগে থাকেন নজরুল...

ষষ্ঠ দফার মধ্যদিয়ে লোকসভা ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে।

অনলাইন ডেস্ক