পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির

 অনলাইন ডেস্ক    ১২ মে, ২০২৪ ১৬:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ডিক্রি জারির মাধ্যমে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এছাড়া সংবিধানের কিছু অনুচ্ছেদ চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় টেলিভিশন ভাষণের মাধ্যমে এই ঘোষণা দেন কুয়েতের আমির।

কুয়েতের আমির তার ভাষণে বলেন, আমরা ব্যাপক সমস্যা এবং বাধার সম্মুখীন হয়েছি। আমরা কঠিন সময় পার করেছি, যা আমাদের বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

এর আগে আমরা সাংবিধানিক নীতির বিপরীত আচরণ এবং কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি। কুয়েতের জনগণ কঠিন সময় পার করছেন

আরও পড়ুন: মেহেরপুরে ফের দেড় হাজার শতবর্ষী গাছ কাটার তোড়জোড়...

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি এ বিষয়ে চুপ থাকতে পারি না। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান, এমনকি নিরাপত্তা সংস্থায়ও দুর্নীতি ঢুকে গেছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেকের মঞ্চে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এপ্রিলে শেখ মিশালের অধীনে প্রথম নির্বাচন হয়েছে। শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর গত ডিসেম্বরে ক্ষমতায় আসেন তিনি।

অনলাইন ডেস্ক