ঠান্ডায় বন্ধ নাক খোলার জাদুকরী উপায়

 নিজস্ব প্রতিবেদক    ১ সেপ্টেম্বার, ২০২৪ ১১:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ঠান্ডার জন্য আপনার নাক বন্ধ হয়ে যাওয়া, খুসখুসে কাশি, কখনো কখনো ভাইরাস জ্বর সবসময় হতে থাকে। ঠান্ডা লাগলে নাক বন্ধ হওয়ার সমস্যায় যেন বেশি ভোগায়। নাকে সর্দি জমে নিঃশ্বাস নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়।

ঠান্ডায় বন্ধ নাক খোলার উপায়গুলো চুলন জেনে নিন…

১. গরম চা অথবা কফি নাক বন্ধ রোধে ভালো কাজ করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন।

২. ঠান্ডায় নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন। এতে মিউকাস কম তৈরি হয়। সবচেয়ে ভালো হয়, ছাদ বা সিলিংয়ের দিকে মুখ করে শুইলে।

আরও পড়ুন: রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম...

৩. নাক বন্ধ রোধে পেঁয়াজ একটি ভালো সামাধান। পেঁয়াজ নাকের সর্দি বের করে দিতে অনুঘটক হিসেবে কাজ করে। নাকের বন্ধভাব রোধে খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে পাঁচ মিনিট নাকের কাছে রাখুন। বিশেষজ্ঞরা বলেন, এটি সাময়িকভাবে হলেও নাক বন্ধভাব দূর করতে সাহায্য করবে।

৪. নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারি। এ ক্ষেত্রে ঝাল মরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করবে।

নিজস্ব প্রতিবেদক