পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের বসবাস যেখানে!

 নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বার, ২০২৩ ০৯:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

আফগানিস্তান ও চীনের সীমান্ত লাগোয়া পাকিস্তানের একেবারে উত্তর দিকের এক পাহাড়ি এলাকা হানজা উপত্যকা। ছোট্ট এ অঞ্চলটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু শুধু ভূপ্রকৃতিই নয় এই অঞ্চলটি পরিচিত এখানকার নারীদের অপরূপ সৌন্দর্যের জন্য।

এই এলাকার নারীদের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলা হয়। নারীর সৌন্দর্য দিয়ে যুগে যুগে তৈরি হয়েছে বহু ইতিহাস। মানুষ যে সুন্দরের পূজারী, তাই যেকোন সৌন্দর্যই তাদের আকৃষ্ট করে বার বার। তাই এ অঞ্চলটি বেশি জনপ্রিয় নারীদের রূপের সৌন্দর্যের জন্য। শিশুকাল থেকেই এদের সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয়। তারা পাহাড়ের একটি ছোট অঞ্চলে বসবাস করে।


এই অঞ্চলের সুন্দরী নারীদের সম্পর্কে প্রচলিত রয়েছে নানা কথা। গ্রীক বীর আলেকজান্ডার দ্য গ্রেট এই সম্প্রদায়ের পূর্বপুরুষ বলে দাবি করে তারা। হানজা উপত্যকার সার্বিক সৌন্দর্য এবং নারীদের রূপে আকৃষ্ট হয়ে বছর জুড়ে এখানে থাকে পর্যটকদের আনাগোনা।

আরও পড়ুন: সুন্দরীদের চড়-থাপ্পড় খেতে হয় যে রেস্তোরাঁয়...

শুধু সৌন্দর্যের দিক থেকেই রেকর্ড সৃষ্টিকারী নয়। আয়ুর তুলনায় এরা পৃথিবীর সকল জাতি ও উপজাতির থেকে ভিন্ন। একজন সাধারণ নারী যেখানে ৬০ বছর বাঁচার কথা, সেখানে হানজা সম্প্রদায়ের নারীরা ১৬০ বছরেরও বেশিদিন বাঁচে।

এই নারীদের নিয়ে আরও একটি বিস্ময়কর তথ্য হল অনেক বেশি বয়স পর্যন্ত এরা সন্তান ধারণে সক্ষম থাকেন বলে প্রচলিত। এই সুন্দরী নারীরা ৬৫ বছর বয়স পর্যন্ত সন্তান জন্মদানে সক্ষম। এই এলাকার মানুষের শিক্ষাগত যোগ্যতাও ৯০ শতাংশের ওপরে বলে শোনা যায়।


গবেষণায় দেখা গেছে, তারা ধরাবাধা জীবনযাপন করে। দিনে দুই বেলা খায় এবং অনেক কায়িক পরিশ্রমের কাজ করে। এই সম্প্রদায়ের ৯৯ শতাংশ মানুষই ভেজিটেরিয়ান এবং তাদের খাদ্যদ্রব্যগুলোর বেশিরভাগই তৈরি পানির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে।

এসব নারীর সৌন্দর্যের একটি গোপন রহস্য হিসেবে বলা হয় তারা পানির চেয়ে মদ পান করে বেশি। এছাড়া তারা তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের আরেকটি কারণ হল যোগব্যায়াম। দিনের কাজ শুরু করার আগে সকালে তারা কমপক্ষে ৩ ঘণ্টা যোগব্যায়াম করে। যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে।

নিজস্ব প্রতিবেদক