দেশের ৩৯ শতাংশ তরুণ অলস সময় কাটাচ্ছে

 অনলাইন ডেস্ক    ২৫ মার্চ, ২০২৪ ০৯:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

শিক্ষা, কাজে, কর্মসংস্থানে এবং প্রশিক্ষণে নেই, বাংলাদেশের প্রায় ৩৯ শতাংশ তরুণ। তারা অলস সময় কাটাচ্ছে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪০.৬৭ শতাংশ। এ বছর কিছুটা কমে এর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯.৮৮ শতাংশ।

রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস- ২০২৩ জরিপ প্রতিবেদন এ তথ্য তুলে ধরেছে বিবিএস।

প্রতিবেদনের ফলাফলে আরও জানা যায়, দেশে ৫ বছরের বেশি বয়সী মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার হার ২০২৩ সালে ৫৯.৯ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা শরিফুল...

তবে, ১৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ২০২২ সালের ৭৩.৮ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে ৭৪.২ শতাংশ হয়েছে। ২০২৩ সালে ১৫ বছরের বেশি বয়সী ইন্টারনেট ব্যবহারকারীর হার দাঁড়িয়েছে ৫০.১ শতাংশে।

এছাড়া, দেশের মানুষের গড় আয়ু ২০২৩ সালে কিছুটা কমে ৭২.৩ বছর হয়েছে, যা ২০২২ সালে ছিল ৭২.৪ বছর।

অনলাইন ডেস্ক