জামাকাপড় কখনো পুরনো হবে না যে ৩ টোটকায়

 নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবার, ২০২৩ ১২:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

আপনারা অনেকেই অফিসের কাজের চাপে নিজের যত্ন নেওয়ার সময় পান না। সেখানে পোশাকের যত্ন নেওয়ার কথা ভাবলেও তা বাস্তবে পরিণত হয় কালেভদ্রে।

অনেকেরই ধারণা, পোশাকের যত্ন নেওয়া বোধ সময় সাপেক্ষ। তা কিন্তু একেবারেই নয়। জামাকাপড় ভালো রাখতে বাড়তি সময় দেওয়ার কোনও দরকার নেই। বরং কয়েকটি ছোটখাটো বিষয় মাথায় রাখলে আপনার পুরনো পোশাক থাকবে নতুনের মতো।

চলুন সেগুলো যেনে নেওয়া যাক…

১. আপনার জামাকাপড়ের রং ধরে রাখতে হলে বেশি খুন পানিতে ভিজিয়ে রাখবেন না। খুব প্রয়োজন না হলে এক বার পরেই সেটি কাচতে দেবেন না।

আরও পড়ুন: আপনি কি জানেন লবণের বিকল্প কী?...

২. আপনি কাপড় কাচার সময় সাবান ব্যবহার করবেন না। সাবানে নানা রকম রাসায়নিক ক্ষার থাকে। এতে কাপড় নষ্ট হয়ে যায়। জামাকাপড় পরিষ্কার করতে সেগুলো বার বার ব্যবহার না করাই ভালো। এই ধরনের সাবান পোশাককে বিবর্ণ করে তুলে।

৩. আপনি জামাকাপড় ইস্ত্রি করার সময়ে খেয়াল রাখবেন, যাতে ইস্ত্রির তাপমাত্রা খুব বেশি না হয়। বেশি তাপমাত্রায় ইস্ত্রি করলে পোশাকের ফাইবার নষ্ট হয়ে যায়।

আপনি যদি আপনার জামাকাপড়ের রং ভালো রাখতে চান তাহলে উপরে নিয়ম গুলো মেনে চলুন।

নিজস্ব প্রতিবেদক